কখনো বিয়ে করতে চান না শ্রুতি!
দৈনিকসিলেটডেস্ক
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন। অভিনেত্রীর বাইরে তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে থাকেন শ্রুতি। এর আগে মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ২০২১ সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয়। তারপর দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি হাসান। এ সম্পর্কের কথা স্বীকারও করেন এই জুটি। কিন্তু শ্রুতির এ সম্পর্কও ভেঙে গেছে!
এর আগে শ্রুতি হাসান একাধিকবার জানিয়েছিলেন, তিনি কখনো বিয়ে করতে চান না। পুরোনো সেই বক্তব্য নিয়ে পিঙ্কভিলার মুখোমুখি হয়েছিলেন শ্রুতি হাসান। এ আলাপচারিতায় বিয়ে না করার কারণ জানতে চান সঞ্চালক।
শ্রুতি হাসান বলেন, ‘সম্পর্কে থাকতে ভালো লাগে। আমি জানি না কেন, তবে সম্পর্ক পছন্দ আমার, রোমান্সও ভালোবাসি। নিজেকে কারও সঙ্গে এতটাই যুক্ত করতে চাই। কিন্তু কখনো এটা বলিনি কখনো বিয়ে করব না আমি। তবে জীবনে যদি বিশেষ কেউ আসে…। কিছুটা ভয়ও লাগে। ঠিক বুঝতে পারছি না।’
আগের কোনো সম্পর্কের অভিজ্ঞতা বিয়েতে প্রভাব ফেলবে কিনা, এমনটা জানতে চাইলে এ অভিনেত্রী জানান, এটি কেবলই ব্যক্তিগত ভাবনা তার।