নতুন ভাবনা তাঁদের
দৈনিকসিলেটডেস্ক
বিদায় ২০২৪। অসংখ্য আলোচিত ও ঘটনাবহুল বছর শেষে নতুন বছরের পদার্পন। গত বছরটি ছিল বিনোদন অঙ্গনের জন্যও বেশ আলোচিত। কারো জন্য সুখদায়ক তো কারো অভিজ্ঞতা হয়েছে তিক্ত।
পুরনো বছরের অভিজ্ঞতা থেকে ২০২৫-এর কর্মপরিকল্পনা, চিন্তা-ভাবনা সাজাচ্ছেন অনেকে। ব্যতিক্রম নন শোবিজ তারকারাও। তবে শোবিজের পাঁচ তারকার কাছে রংবেরংয়ের প্রশ্ন ছিল—নতুন বছরে এমন কী করতে চান, যা আগে কখনো করেননি? সেটার উত্তর যাঁর যাঁর মতো করে দিয়েছেন তাঁরা। লিখেছেন কামরুল ইসলাম।
ইউরোপ সফরে যেতে চাই: মেহজাবীন চৌধুরী
সেভাবে তো ভাবিনি কিছু। তবে ইউরোপে যাওয়া হয়নি এখনো। ইচ্ছা আছে, এ বছর ইউরোপ সফরে যাব। সেখানকার কয়েকটি দেশ ঘুরব।
আগামী গ্রীষ্মে যেতে পারি। দেখা যাক। কাজের ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই। চলচ্চিত্রে যেহেতু এসেছি, কাজ হবেই। পাশাপাশি নাটক-ওটিটিতেও অভিনয় করব।
অভিনয়ের কোর্স করতে চাই: জান্নাতুল সুমাইয়া হিমি
কাজের জন্য ট্রাভেল তো করা হয়। এ বছর একা একা ঘোরার ইচ্ছা আছে। আমার ভাই কানাডায় থাকে। ইচ্ছা আছে, কানাডায় গিয়ে ভাই-বোন মিলে ঘুরব। আর অভিনয়ে তো বরাবরই ইচ্ছা থাকে ভালো কিছু করার। একই ধাঁচের অনেক কাজ করা হয়েছে। চেষ্টা করব সেটাতে পরিবর্তন আনার। অভিনয়ের ওপর একটি কোর্স করারও ইচ্ছা আছে। স্নাতকোত্তর করা বাকি, সেটাও করতে পারি এ বছর। ওহ, আরেকটা ইচ্ছা আছে, বিদেশে কোনো প্রিয় শিল্পীর বড় কনসার্ট উপভোগ করতে চাই।
মাকে নিয়ে হজে যেতে চাই : মুশফিক ফারহান
মাকে নিয়ে হজে যেতে চাই। এ বছর এটাই আমার মূল চাওয়া। জানি না, আল্লাহ সেই সুযোগ দেন কি না। মায়ের সুস্থতার দিকটাও দেখতে হচ্ছে। আর হজ তো অল্প কয়েক দিনের কাজ না, লম্বা একটা সফর। সব মিলিয়ে সম্ভব হবে কি না, আল্লাহ জানেন। তবে হজ না হলেও অন্তত ওমরা করতে চাই। মাকে কাবাঘরের সামনে নিয়ে দাঁড় করাতে চাই, দ্যাটস ইট। আর অভিনয়ের জায়গা থেকে নির্দিষ্ট কিছু আসলে বলার নেই। সিনেমা করব কি না, ওটিটিতে যাব কি না কিংবা নাটক করব কি না, আমি কিছু জানি না। অনেক প্রস্তাব আছে, কোনটা করব, সেটা সময়ই বলে দেবে। এটুকু বলতে পারি, দর্শককে ভালো কিছু কাজ দেব।
পরিবারসহ টোকিও যাব: মাহতিম শাকিব
নতুন বছর স্টেজ পারফরম্যান্সে নজর দিতে চাই। ভালো এবং বড় আয়োজনের অনুষ্ঠান করার ইচ্ছা আছে। এ ছাড়া নিজের ব্যক্তিগত কিছু কাজও আছে, ব্যবসা আছে। গানে সময় দিতে গিয়ে সেদিকে একটু গ্যাপ হয়ে গেছে। সেটাও পুষিয়ে নিতে চাই। আরেকটা বিষয় হলো, আমি বরাবরই নিয়মমাফিক চলা মানুষ। ছোটবেলা থেকেই যথাসময়ে ঘুম, পড়া, বিনোদন এভাবে মেন্টেইন করেছি। কিন্তু ইদানীং ঘুমে বেশ অনিয়ম হচ্ছে। এটা নিয়ে মা বেশ চিন্তিত। তো নতুন বছরে চেষ্টা করব, আবারও শৃঙ্খলে ফিরতে। পরিবার নিয়ে জাপানে ঘুরতে যাব। টোকিও শহরটা ভালোমতো ঘুরে দেখতে চাই পরিবারের সঙ্গে। অস্ট্রেলিয়াতেও যাওয়ার ইচ্ছা আছে।
পেশা ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য চাই : প্রিয়ন্তী উর্বী
পর্দায় এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে করিনি। নাটক, ওটিটি বা সিনেমা সব মাধ্যমেই ভালো ভালো কাজ করতে চাই। আরেকটা বিষয় করতে চাই, তা হলো পেশগত জীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা। একটার ওপর আরেকটার প্রভাব যেন না পড়ে, সেদিকটা খেয়াল রাখব। ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত করা হয়নি।
কালের কণ্ঠের