নতুন স্ত্রীর নিয়ে যা বললেন তাহসান
দৈনিকসিলেটডেস্ক
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান যে বিয়ে করেছেন সেটি গণমাধ্যমের কল্যাণে আগেই জেনে গেছেন দর্শক-ভক্তরা। এবার ফেসবুকে নতুন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। হাতে হাত রেখে আদুরে সেই ছবির সঙ্গে প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেই তুমি কে?
ঠিক প্রশ্নও নয়, তাহসানের নিজের গানের গোটা চারেক বাক্য সেঁটে দিয়েছেন ছবির পোস্টে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার পর দেওয়া স্ট্যাটাসে তাহসান স্ত্রী রোজার সঙ্গে ছবি দিয়ে লেখেন-
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
ছবিটি ফেসবুকে দেওয়ার পরপরই আলোচনার ঝড় ওঠে। পঁচিশ মিনিটের মধ্যেই প্রায় ৩ লক্ষ মানুষ তাতে ‘প্রতিক্রিয়া’ দেন। একই সময়ে প্রায় ৪২ হাজার মানুষ ছবিটি নিয়ে মন্তব্য করেন। আর নিজেদের ‘প্রোফাইল’-এ শেয়ার করেন আরও অন্তত ২৮ হাজার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিমাণ আরও অনেক গুণ বাড়বে সেটি নিশ্চিত করেই বলা যায়। মন্তব্যের ঘরে ভক্ত-সমর্থকরা শুভেচ্ছায় ভাসান তাহসান-রোজা দম্পতিকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা না দিলেও শনিবার সকালে বিয়ের খবরটি নিশ্চিত করেন তাহসান। তার আগেই ভাইরাল হয় রোজার সঙ্গে তাহসানের একাধিক ছবি। জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা সকালে বলেছেন, ‘একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানেই এই ছবিগুলো তোলা।’
জানা গেছে, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত আছেন। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করছেন রোজা। এ ছাড়া মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকেও প্রশিক্ষণ দিয়েছেন।
উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।