খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

দৈনিকসিলেট ডেস্ক :
বিপিএলে ঢাকা পর্বের দুই ম্যাচেই হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর সিলেটে গিয়েও হারে শুরু। সেখান থেকে ঘরের মাঠে ঘুরেছে দলটির পারফরম্যান্সের চাকা। জাকির হাসানের ব্যাটে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে সিলেট। রোববার খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে ৫ ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে স্ট্রাইকার্স। দলটির ওপেনার রনি তালুকদার ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুটি ছক্কার শট।
তবে সিলেটের অন্য ওপেনার রাকিম কর্নওয়াল (৪) ও তিনে নামা জর্জ মানসে (২) রান পাননি। চারে নেমে জাকির হাসান ওই ব্যর্থতা ঘুচিয়ে দেন। তার ব্যাট থেকে ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস আসে। তিনি ছয়টি ছক্কার শট খেলেন। চার মারেন তিনটি। শেষ দিকে অ্যারন জোনস ৬ বলে ২০ ও অধিনায়ক আরিফুল ১৩ বলে ২১ রান করলে লড়াই করার পুঁজি পায় সিলেট।
জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৭৪ রান তুলতে পারে আগের ৩ ম্যাচে ২ জয় পাওয়া খুলনা। দলটির ওপেনার উইলিয়ামস বসিস্টো ৪০ বলে ৪৩ রান করেন। অন্য ওপেনার মোহাম্মদ নাঈম (১১) ব্যর্থ হন। তিনে নেমে ইমরুল কায়েস ২ ও চারে নামা ডারউইস রাসুলি ১৫ রান যোগ করে ফিরে যান। মেহেদী মিরাজের ব্যাট থেকে আসে ১৫ রানের ইনিংস।
মধ্যে মোহাম্মদ নওয়াজ ও মাহিদুল অঙ্কন ৩২ রানের জুটি গড়েন। নওয়াজ ১৮ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৩ রান করে ফিরে যান। আউট করে তাকে স্লেজিং করেন তানজিম সাকিব। এ নিয়ে দু’জনের মধ্যে উত্তাপও ছড়ায়। অঙ্কন ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন। আবু হায়দার রনি ৬ বলে ১৪ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য ১৮ দরকার ছিল খুলনার। আশা দিলেও তা পারেনি দলটি।