সাতবিলা হাওরে মাঠে গরু ছড়াচ্ছে রাখাল

মো. শরীফ আহমদ

মো. শরীফ আহমদ
সাতবিলা হাওরে একটি রাখাল ছেলে বিকেলে মাঠ থেকে গরু নিয়ে ফিরছে। তার পেছনে দূরের হাওয়া বয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, গরু চলতে চলতে পায়ের নিচে ধানের খড়ের শব্দ তুলছে। রাখাল ছেলেটি তার গরুগুলোকে নির্দেশনা দিয়ে বাড়ির দিকে যেতে সাহায্য করছে, তার হাতে একটি লাঠি, যা দিয়ে সে গরুগুলোর দিকে নির্দেশ দিচ্ছে। পুরো পরিবেশটি শান্ত, শান্তিপূর্ণ এবং প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকে।
এটি এমন একটি দৃশ্য যা বাংলার গ্রামীণ পরিবেশকে মনে ফুটিয়ে তোলে।