নারী বিপিএলের যাত্রা শুরু ফেব্রুয়ারিতে
দৈনিকসিলেট ডেস্ক :
নারী ক্রিকেটের উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার উদ্যোগ নিচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের। বিশ্বব্যাপী নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মাঝে এই টুর্নামেন্ট বাংলাদেশি নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ এনে দিতে পারে।
বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নারী বিপিএলে তিনটি দল থাকবে এবং এটি হবে আট দিনের সংক্ষিপ্ত আসর। চলমান পুরুষদের বিপিএল শেষ হওয়ার পরই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। কারণ ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সঙ্গে তারিখের সংঘর্ষ এড়াতে চায় বিসিবি।
আজ চট্টগ্রামে বিপিএলে সিলেট-রাজশাহী ম্যাচ শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ট্রেলিয়ান ওপেন জিতলে শরীরে ‘ক্যাঙ্গারু’ ট্যাটু আঁকবেন আলকারাজঅস্ট্রেলিয়ান ওপেন জিতলে শরীরে ‘ক্যাঙ্গারু’ ট্যাটু আঁকবেন আলকারাজ
তিনি বলেন, আমরা এ নিয়ে আলোচনা করেছি। এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। তিন থেকে চারটি দল নিয়ে আট দিনের মধ্যে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছি, কারণ এরপর ঢাকা লিগ শুরু হবে।
তিনি আরো বলেন, নারী দলের সামনে আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। যদি আমরা সরাসরি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারি, তাহলে কোয়ালিফায়ার খেলতে হবে। তাই আমাদের হাতে সময় খুব কম। এই ছোট উইন্ডোতেই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ রয়েছে।
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই উদ্যোগকে নারী ক্রিকেটের জন্য সম্ভাব্য গেম-চেঞ্জার হিসেবে দেখছেন, এটি শুধু পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে না, আমাদের খেলোয়াড়দের জন্যও উচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সুযোগও তৈরি করবে।
অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ অনেক দেশেই নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতোমধ্যে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিসিবি নারী বিপিএল আয়োজন করতে পারলে এটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের নতুন এক দিগন্ত খুলে দেবে।