সুনামগঞ্জে সাাবেক কাউন্সিলর আনাস কারাগারে
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সংগীতশিল্পী আহসান জামিল আনাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিন আবেদন নামঞ্জুর করে আনাস’কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ জেলা শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আনাসের আইনজীবী রবিউল লেইস রোকেস।
প্রসঙ্গত, গেল ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন জহুর আলম। পরবর্তীতে তার ভাই হাফিজ আহমেদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। উক্ত মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে নাম রয়েছে আনাসের। এছাড়া মামলায় ২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছুদিন কারাভোগ করে জামিনে রয়েছেন এ মামলায়।