প্লে-অফের আগে কোন দলে কারা?
![](https://dainiksylhet.com/images/icon.jpg)
দৈনিকসিলেট ডেস্ক :
৪২ ম্যাচের লিগপর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে টিকে আছে আর ৪টি দল। এক মাসের লড়াই শেষে বাকি ৪ দল ছিটকে গেছে। টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে।
প্লে-অফের আগে যেন রীতিমত তারার হাট বসেছে এবারের বিপিএলে। এলিমিনেটরের ‘ডু অর ডাই’ ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ আন্দ্রে রাসেল আসছেন উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজি দলে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স।
এদিকে, রংপুরের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামার আগে খুলনাও নিজেদের স্কোয়াড শক্তিশালী করছে। তাদের টিমে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা। শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার আসছেন মেহেদি হাসান মিরাজের হয়ে বিপিএল মাতাতে।
রংপুর-খুলনার তুলনায় কিছুটা স্বস্তিতে চট্টগ্রাম ও বরিশাল। প্লে-অফে একটি ম্যাচ হারলেও ফাইনালে খেলার সুযোগ থাকছে তাদের। কোয়ালিফায়ারের আগে ফরচুন বরিশালেও নতুন ক্রিকেটার যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তামিমদের হয়ে খেলার কথা ছিল আফগানিস্তানের তারকা স্পিনার নুর আহমাদের। যদিও এখন শোনা যাচ্ছে, এই স্পিনার আসছেন না।
এ ছাড়া নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে দলে ভেড়ানোর কথা আগেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছিল বরিশাল। তার আসাও অনিশ্চিত অনেকটাই। শোনা যাচ্ছে, প্রথম দিকে দলের সঙ্গে থাকা কাইল মায়ার্সও আবারও ফিরছেন।
এদিকে, লিগপর্বে খেলা ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছে চিটাগাং কিংস। নতুন করে কোনো ক্রিকেটারকে যুক্ত করার খবর পাওয়া যায়নি। আজ (সোমবার) মিরপুর শের-ই-বাংলায় শুরু হচ্ছে প্লে-অফের লড়াই।
এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে যে হারবে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে তার। জিতলেও ফাইনাল খেলতে আরও এক ধাপ উৎরাতে হবে। মিরপুরেই আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ। যে জিতবে, সেই পাবে ফাইনালের টিকিট। আজ যারা হারবে তাদের সামনে আরেকটি সুযোগ থাকবে ফাইনালে খেলার।
কে কোন দলে
খুলনা টাইগার্স: জেসন হোল্ডার, শিমরান হেটমায়ার
রংপুর রাইডার্স: আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্স।