জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগ (সিপিএল) সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে আলোচনা সভায় ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য মুর্শিদ আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী হোসেন মিয়া, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ খাঁন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও মাইটিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমদ, ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।
আয়োজিত ফাইনাল ম্যাচে ছৈলাখেল সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ছৈলাখেল রয়েল স্টাইকার্স ক্রিকেট দল। পরে বিজয়ীদের হাতে প্রাইজমানী ও চ্রাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।