বিদায়ের বার্তা দিলেন অমিতাভ

দৈনিকসিলেটডেস্ক
বিদায়ের বার্তা দিলেন বলিউডের ৮২ বছর বয়েসী ড্যাশিং অভিনেতা অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে তার দেওয়া এক বার্তায় এমনই ইঙ্গিত পাওয়া গেল এবার।
গতকাল শনিবার বলিউডের শাহেনশাহ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট দেন। যা দেখে উদ্বিগ্ন তার ভক্তরা।
বিগবি তার পোস্টে শুধু তিনটি শব্দ লেখেন। তিনি লেখেন, ‘টাইম টু গো…’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়- ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। অমিতাভ বচ্চনের এই এক পোস্টেই সামাজিকমাধ্যমে প্রবল ঝড় উঠেছে! নানা মানুষ কমেন্ট বক্সে নানা প্রশ্ন করছেন অমিতাভকে।
মূলত তার এই বিদায় সম্পর্কিত এই পোস্ট নিয়েই অনেক ভক্তদের আশঙ্কা, ‘বলিউডকে বিদায় জানাচ্ছেন না তো!’
তবে, এ বয়সেও যেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে এগিয়ে চলেছেন অমিতাভ বচ্চন। আর সেই কারণেই বলিউডের নবীন প্রজন্মের কাছে এক আদর্শ ও অনুপ্রেরণা তিনি।
অমিতাভ বচ্চন এমনই একজন মানুষ অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়-ঝাপটা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও চিরতরুণদের মতোই এনার্জি তার। এখনো শুটিং সেটে পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। যখন সেই তিনিই ‘যাওয়ার’ কথা বলেন, তখন ভক্তদের মন বিচলিত হওয়াটাই স্বাভাবিক।