অমর একুশে বইমেলায় নাটকের বই ‘রাঙাবালি’

দৈনিকসিলেট ডেস্ক :
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফারজানা নাজ স্বর্ণপ্রভার নাটকের বই ‘রাঙাবালি’। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটি পাঠক ও সাহিত্যপ্রেমীদের চাহিদা পূরণ করতে সমর্থ হবে বলে প্রত্যাশা লেখকের।
‘রাঙাবালি’ বইটি মূলত রাঙাবালি নামের স্বপ্নমুখী এক নারীর প্রেম-ভালোবাসা, স্বপ্ন-কল্পনা, অন্তর্গত আকাশচারিতা আর ট্র্যাজিক পরিণতির অসামান্য বয়ানে রূপলাভকারী একটি নাট্যগ্রন্থ।
বইটির প্রতিটি পরতে পরতে ফুটে উঠেছে প্রেম, বন্ধন, বিষাদ, এবং আশা-নিরাশার সংমিশ্রণ। লেখক তার স্বতন্ত্র লেখনশৈলীর মাধ্যমে মানব জীবনের সহজ সরল সত্যগুলো গভীরভাবে তুলে ধরেছেন মিথের সংশ্লেষে, যা পাঠককে ভাবনার গভীরে নিয়ে যায়।
বইটি সম্পর্কে লেখক ফারজানা নাজ বলেন, ‘এই বইটি আমার রচিত প্রথম প্রকাশিত বই। আমি চেষ্টা করেছি ঐতিহ্যবাহী বাংলা নাটকের আধুনিক ধারায় রাঙাবালি রচনা করতে।
এতে রাঙাবালি ও চন্দ্র নামের এই দুই নরনারীর প্রেমের মধ্য দিয়ে মানব জীবনের অভিজ্ঞতা, সমাজের নানা ঘটনা এবং মানুষের প্রেম ও অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন প্রকাশিত হয়েছে। আশা করি পাঠক বইটি পড়ে নতুন করে জীবনের রং খুঁজে পাবেন।’
বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ইত্যাদি গ্রন্থ প্রকাশের ১৯ নম্বর প্যাভিলিয়নে। বইপ্রেমী ও নাট্যপ্রেমী পাঠকরা মেলা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।