রাগীব-রাবেয়া আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত

দৈনিকসিলেটডটকম
সিলেটের রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনের ৬টি স্কুলের শিক্ষার্থীদের ৬টীমের অংশগ্রহণে রাগীব-রাবেয়া আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) লিডিং ইউনিভার্সিটির মাঠে দিনব্যাপী টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
উদ্বোধনী খেলা হাজী রাশিদ আলী স্কুল, কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট এবং রাগীব মজনু উচ্চ বিদ্যালয়, গলমুকাপন, ওসমানী নগর, সিলেটের মধ্যে অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমে ৬টি টিম রাগীব রাবেয়া হাই স্কুল, দোয়ারা বাজার, সুনামগঞ্জ,
জামিয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসা, পাঠানটুলা সিলেট,
রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি, রাগীব নগর, দক্ষিণ সুরমা সিলেট এবং রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজ, লামাকাজি, বিশ্বনাথ সিলেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় রাগীব রাবেয়া বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টস একাডেমি টীম ০২ গোলে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার, সুনামগঞ্জ টীমকে পরাজিত করে বিজয়ী হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়ার সোহেল এবং ম্যান অব দ্য সিরিজ আবু তায়েফ।
সুন্দর পরিবেশে এ টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটায়। এতে লিডারশিপ,
ভাতৃত্ববোধ, নিয়মানুবর্তিতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় যা শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত হবার পথে সহায়তা করে থাকে। তিনি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়েও এধরনের টুর্নামেন্ট আয়োজন করার পরামর্শ প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হানিফ মোরাদ, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাবদ মোহাম্মদ কবির আহমেদ।
এ টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, খেলাধুলা সবসময়ই দানবীর ড. সৈয়দ রাগীব আলীর খুব পছন্দের। সিলেটের এই অঞ্চলে খেলাধুলার প্রসার ঘটানোর জন্য তিনি রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠিত করেছেন। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা খেলাধুলা চর্চা করে এবং এই একাডেমি বছরের বিভিন্ন সময়ে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে যাতে দেশের বিভিন্ন স্পোর্টস ক্লাব ও একাডেমিসহ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ কর থাকে। যার মাধ্যমে এই স্পোর্টস একাডেমির শিক্ষার্থীদের খেলার মানোন্নয়ন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পরিশেষে মানবতার কল্যানে কাজ করার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দীর্ঘায়ু কামনা করে তিনি আরো বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাগীব রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এরকম আরো টুর্নামেন্ট বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে বলেও উল্লখ করে তিনি অংশগ্রহণকারী সকল টীম এবং টুর্নামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মো. লোকমান আলী।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মজিবুর রহমান মজিব এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ সালাম এবং কামরান হোসেন। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতায় ছিলেন হাসান আহমেদ, কামাল উদ্দিন
প্লাবন খান এবং মিজানুর রহমান।