মেসি খেলছেন না, তাই বিনামূল্যে টিকিট

দৈনিকসিলেটডেস্ক
লিওনেল মেসির ভক্ত বিশ্বজুড়ে। বিশ্বের যে প্রান্তেই তিনি খেলতে যান, দর্শকের অভাব হয় না। প্রিয় তারকার খেলা দেখে ব্যাপক আনন্দ পান তারা, তৃপ্তিতে পূর্ণতা আসে।
তবে মেসির খেলা দেখতে এসে অনেক ভক্তের প্রতারিত হওয়ার অভিজ্ঞতাও আছে। আর্জেন্টাইন তারকা ইন্টার মিয়ামির জার্সিতে খেলতে আসবেন জেনে অনেক ভক্ত হুমড়ি খেয়ে পড়েছিলেন টিকিট কিনতে, চড়া দামে টিকিটও কিনেছেন। কিন্তু নির্ধারিত দিনে চড়া মূল্যের বিনিময়ে প্রাপ্ত আসনে বসে মেসিকে দেখেননি। কারণ, দলের সঙ্গে গেলেও মেসিকে খেলাননি মিয়ামি কোচ।
প্রিয় তারকাকে না পেয়ে ক্ষিপ্ত দর্শকরা অনেক সময় গ্যালারির চেয়ার ভেঙেছেন, প্রবেশপথে বিক্ষোভ করেছেন, টিকিটের অর্থ ফেরত দেওয়ার দাবিও করেছেন। গেল বছর চীনেও এমন ঘ্টনা ঘটেছে।
সেসব ঝামেলা এড়াতেই সম্ভবত এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে মিয়ামি। স্বভাবই এ ম্যাচে খেলার কথা মেসির।
কিন্তু মিয়ামি জানিয়ে দিয়েছে, দলের সঙ্গে হিউস্টনে (অ্যাওয়ে ম্যাচ) যাননি মেসি। অর্থাৎ আগামীকাল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা মিয়ামির জার্সিতে খেলবেন না। ম্যাচের মূল আকর্ষণ, যার খেলা দেখার জন্যই স্টেডিয়ামে যাবেন দর্শকরা, তিনিই যদি না খেলেন তাহলে কোনো উত্তেজনাই তো থাকবে না। নিশ্চয়ই আয়োজকদের ওপর নাখোশ হবেন দর্শকরা।
এবারও তাই হয়েছে। মেসি আসবেন জেনে অনেকেই তড়িঘড়ি করে টিকিট কিনে রেখেছেন। কিন্তু শেষ মুহূর্তে যখন জানা গেছে, মেসি খেলবেন না, তখন নতুন সিদ্ধান্ত নিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে হিউস্টনের পরবর্তী যেকোনো একটি ম্যাচে বিনামূল্যে টিকিট পাবেন আগামীকালের টিকিট কেনা দর্শকরা।
শনিবার এক বিবৃতিতে হিউস্টন জানিয়েছে, যারা রোববারের (বাংলাদেশ সময় সোমবার) ম্যাচে উপস্থিত থাকবে, তারা ভবিষ্যতে আরেকটি ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট পাবেন।
বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচের জন্য সম্প্রতি প্রকাশিত খেলোয়াড়দের অবস্থা রিপোর্টে ফরোয়ার্ড লিওনেল মেসির নাম অন্তর্ভুক্ত ছিল না। জানা গেছে, তিনি হিউস্টনে সফর করেননি। দুর্ভাগ্যবশত, আমরা প্রতিপক্ষের দল নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারি না।’
আরও বলা হয়, ‘আমরা সবাইকে স্বাগত জানাতে এবং হিউস্টন শহরে অবিশ্বাস্য ফুটবল পরিবেশ এবং উদযাপন উপহার দিতে উন্মুখ। কৃতজ্ঞতা প্রকাশে যারা আগামীকালের ম্যাচে উপস্থিত থাকবেন, তারা এই মৌসুমে ভবিষ্যতের ডায়নামোর (হিউস্টন) একটি ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট পাবেন। বিস্তারিত তথ্য আগামী সপ্তাহের শুরুতে জানানো হবে।’
মিয়ামির হেড কোচ হাভিয়ের মাসচেরানো ব্যস্ত সূচির কারণে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন। কেননা গেল ১০ দিনে ৩টি ম্যাচ খেলেছে মিয়ামি। ২০২৫ সালের নিয়মিত মৌসুম শুরু করেছে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দুই লেগের সিরিজ দিয়ে। এরপর নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে এমএলএসের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলেছে তারা।
ফুটবল-বিষয়ক ওয়েবসাইক ‘ইএসপিএন’কে মিয়ামির সূত্র নিশ্চিত করেছে, মেসি ইনজুরি নন। আগামী বৃহস্পতিবার চেজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে জ্যামাইকার দল ক্যাভালিয়ার এফসির বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে তার।
মাসচেরানো বলেন, ‘লিও (মেসি) ঠিক আছেন, স্বাভাবিক আছেন এবং সে সতীর্থদের মতো স্বাভাবিকভাবে অনুশীলন করবেন।’
ব্যস্ত সূচির বিষয়ে মিয়ামি কোচ বলেন, ‘দেখুন, দুটি পরিস্থিতি কখনোই একরকম হয় না। আমাদের সবকিছু প্রসঙ্গ অনুযায়ী বিবেচনা করতে হবে। আমরা একটি নকআউট রাউন্ডে খেলেছি। আমরা কানসাসে মৌসুম শুরু করেছি, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।’
‘সিরিজের দুটি ম্যাচের মাঝখানে এমএলএস-এর উদ্বোধনী ম্যাচও ছিল। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য রাখি। যখন আমরা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া বা রোটেশন নিয়ে কথা বলি, তখন আমাদের প্রসঙ্গ বুঝতে হবে। প্রসঙ্গ হলো, আমাদের ৬ দিনের মধ্যে ৩টি ম্যাচ খেলতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পূর্বে বিশ্রাম পাওয়ার কথা ছিল, তা পাইনি। কারণ আমাদের প্রথম ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছিল। আমরা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। কারণ কিছু পরিবর্তন করতে পারিনি। আমরা পরিবর্তনের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। আমাদের অবশ্যই খেলোয়াড়দের যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে। যখন সঠিক সময় আসবে, তখন আমরা বিশ্রাম দেব এবং সামনে এগিয়ে যাব।’
২০২৫ এমএলএস মৌসুমের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের মুখোমুখি হবে মিয়ামি। মাসচেরানোর অধীনে এখন পর্যন্ত দুই জয় ও এক ড্র নিয়ে খেলছে ফ্লোরিডাভিত্তিক দলটি।