এক হালি গোল দিয়ে ফের শীর্ষে বার্সা

দৈনিকসিলেটডেস্ক
একদিনও শীর্ষস্থান ধরে রাখতে পারলো না অ্যাটলেটিকো মাদ্রিদ। গেল শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে উঠেছিল তারা। কিন্তু একদিন পার না হতেই গতকাল রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে ফের শীর্ষস্থানের দখল নিয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠে ১০ জনের রিয়াল সোসিয়েদাদের জালে এক হালি গোল দিয়ে শিরোপার দৌড়ে লাফিয়ে ছুটছে হানসি ফ্লিকের দল।
টানা ৬টি লিগ ম্যাচ জয়ে ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে কাতালানরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ম্যাচের তৃতীয় মিনিটের বার্সার জালে বল ফেলে সোসিয়েদাদ। কিন্তু জাভি লোপেজের অফসাইড ধরা পড়লে গোলটি বাতিল করে দেয় ভিএআর।
১৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। ডিফেন্ডার আত্রিজ এলুস্তন্ডো বার্সেলোনার দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখেন।
প্রতিপক্ষ দল ১০ জনে পরিণত হওয়ার সুযোগে ২৫ মিনিটে দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রথম গোল করে বার্সা। লামিন ইয়ামাল দুইকে পেরিয়ে দানি ওলমোর কাছে বল পাঠান। ওলমোর সহজ পাসে ক্যারিয়ারের প্রথম গোল করেন জেরার্ড মার্টিন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাডো (২-০)।
বিরতির পরেও দাপট নিয়ে খেলে বার্সা, একের পর এক সুযোগ তৈরি করে। ৫৬ মিনিটে সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরোর সেভ থেকে ফিরতি আসা বলে হেড করে তৃতীয় গোল করেন অ্যালেক্সান্ডার আরাওহো।
৬০ মিনিটে সোসিয়েদাদের কফিনে সর্বশেষ পেরেক ঠুকে দেন রবার্ট লেওয়ানডস্কি। চলতি মৌসুমের সব প্রতিযোগিতায় এটি পোল্যান্ড তারকার ৩৪তম গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচটি লীগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
ম্যাচ শেষে ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বলেন, আমরা খেলার ধরণ নিয়ে খুশি। আজ জয় পাওয়া এবং টেবিলে শীর্ষে থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি এবং মনে করছি যে আমরা খুব ভালোভাবে কাজ করছি।
২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সোসিয়েদাদ।