উরুগুয়ে-ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী দল মেসিদের

দৈনিকসিলেট ডেস্ক :
বিশ্বকাপ বাছাইপর্বে এক রকম আধিপত্য চলছে আর্জেন্টিনার। ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা মহাদেশের পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা। উরুগুয়ে ও চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলের বিপক্ষে আজ ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
অভিজ্ঞতার সঙ্গে তরুণদের কম্বিনেশন তৈরি করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি-আলভারেজ-অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের সঙ্গে একাধিক তরুণ ফুটবলারদের ডেকেছেন আর্জেন্টিনার কোচ।
সেই তালিকায় আছেন ‘নতুন মেসি’ নামে পরিচিত ক্লদিও এচেভেরিও। ম্যানচেস্টার সিটির এই উদীয়মান ফরোয়ার্ডের সঙ্গে স্কোয়াডে আছেন ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ দলের মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে, ফরোয়ার্ড লিকোলাস পাজ, বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস এবং বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোদের মতো উদীয়মান তারকারা।
তবে চোটের কারণে স্কালোনো পাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে। আগামী ২২ মার্চ উরুগুয়েরের মাঠে আতিথেয়তা নেবেন মেসিরা। ফিরতি ম্যাচে ব্রাজিলকে দেবেন তারা। চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলের বিপক্ষে আকাশী-নীলরা মাঠে নামবে ২৬ মার্চ।
আর্জেন্টিনার ৩৩ সদস্যের দল-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।