বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক-ম্যাচ ফি

দৈনিকসিলেট ডেস্ক :
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স খুবই হতাশাজনক। একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ হারা দলটি চলমান চ্যাম্পিয়নস ট্রফি থেকেও ছিটকে গেছে। তবে মাঠের পারফরম্যান্স ভালো না হলেও ঠিকই পকেট ভারী হচ্ছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের।
আইসিসির টুর্নামেন্টে কোনো জয় না পেলেও ক্রিকেটাদের আজ বড় সুখবর দিয়েছে বিসিবি।
আগামীতে যারা কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তারা পূর্বের থেকে বেশি পারিশ্রমিক ও ম্যাচ ফি পাবেন বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির বোর্ড সভা শেষে এমনটিই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান।
কেন্দ্রীয় চুক্তির বিষয়ে নাজমুল আবেদীন বলেছেন, ‘পারিশ্রমিকের সঙ্গে ম্যাচ ফিও বেড়েছে। টেস্ট ক্রিকেটারদের অর্থ বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্যে দিয়ে ওদের আগ্রহ ধরে রাখতে চাই আমরা।’
কেন্দ্রীয় চুক্তিতে যারা থাকবেন তারা জানুয়ারি থেকেই বৃদ্ধিকৃত বেতন পাবেন বলে জানা গেছে। তবে কতজন ক্রিকেটার চুক্তিতে থাকছেন আর তারা কারা তা এখনো নিশ্চিত করেনি বিসিবি। নাজুমল আবেদীন বলেছেন, ‘একটা সংখ্যা আছে।
সেটা এখন বলতে চাই না। পর্যালোচনা পর হয়তো বাড়তে বা কমতে পারে। তবে অনুমোদন হয়ে গেছে।’বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন ক্রিকেটার আছেন। তারা সংস্করণ অনুযায়ী ভিন্ন ভিন্ন ম্যাচ ফি পাচ্ছেন।
টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাচ্ছেন ২ লাখ টাকা। আর ওয়ানডের ৩ লাখ টাকার বিপরীতে টেস্টে ৬ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।