ইলন মাস্কের পছন্দের খাবারের তালিকা কি স্বাস্থ্যকর?

দৈনিকসিলেট ডেস্ক :
ডোনাট
ইলন মাস্কের সকালের নাশতায় প্রতিদিন ডোনাট খেতে পছন্দ করেন। একবার মার্কিন লেখক পিটার এইচ ডায়ামানডিস এক্স পোস্টে লেখেন, ‘চিনি হলো বিষ।’ এর জবাবে মাস্ক মজা করে লিখেছিলেন, ‘প্রতিদিন সকালে একটা ডোনাট খাই। এখনো দিব্যি বেঁচেবর্তে আছি!’ এ মন্তব্যের এটাই স্পষ্ট যে মিষ্টি বা চিনিযুক্ত খাবারের বেলায় তাঁর ‘না’ নেই।
কফি, তবে…
ইলন মাস্ক কফি পছন্দ করেন, তবে লাতে কফি নয়। একবার এক্স পোস্টে লিখেছিলেন, ‘লাতে মূলত প্রাপ্তবয়স্কদের জন্য গরম দুধ ফরমাশ করার একটা অসিলা।’ সামান্য কফিতেও নাকি মাস্কের চলে না। একবার বলেছিলেন, ‘আমি কফি ভালোবাসি, তবে কয়েক কাপ না খেলে ঠিক চাঙা হই না।’ কফি নিয়ে পরীক্ষা–নিরীক্ষাও করেছেন মাস্ক। তাঁর ভাষায়, ‘একাধিক দিন কফি না খেয়েও কাটিয়ে দেখেছি…এটা বুদ্ধিমত্তায় কোনো প্রভাব ফেলে না…।’
কাবাব
ডোনার কাবাব খেতে পছন্দ করেন মাস্ক। ২০২০ সালে এক্সে (সে সময়ের টুইটার) এক ব্যক্তি জার্মানির সেরা খাবার কী, জানতে চেয়ে পোস্ট করেছিলেন। তার রিপ্লাইয়ে মাস্ক বলেন, ‘তাখেলেসের (বার্লিনের একটি আর্ট হাউস) ঠিক পাশের এক দোকানে জীবনের সেরা কাবাবটা খেয়েছিলাম। দুঃখজনক হলো, দোকানটা আর নেই। ওটা অসাধারণ ছিল।’ এশিয়ান ফিউশন ডিশের জন্য বিখ্যাত শেফ আকিরা ব্যাক জানান, এ ছাড়া মাস্কের প্রিয় খাবারের তালিকায় আছে সামজাং ড্রাই-এজড বিফ। এটা বিশেষ একধরনের কোরিয়ান ডিশ।
রেড ওয়াইন
ইলন মাস্কের মদ্যপানে আসক্তি নেই। তবে বিশেষ বিশেষ দিনে রেড ওয়াইন খেতে পছন্দ করেন। একবার এক্সের ‘আস্ক মি এনিথিং’ সেশনে বলেছিলেন, ‘আমি ওয়াইন পছন্দ করি না, তবে সুন্দর গ্লাসে পরিবেশিত রেড ওয়াইনের মধ্যে সত্যিই অসাধারণ সৌন্দর্য আছে।’
ডায়েট কোক
ইলন মাস্ক একবার প্রতিজ্ঞা করেছিলেন, কখনো ডায়েট কোক ছাড়বেন না। এক পোস্টে বলেছিলেন, ‘কখনোই ডিসি বা ডায়েট কোক ছাড়ব না।’ তিনি এটাও মনে করেন, ডায়েট কোকের উদ্ভাবক অসাধারণ এক প্রতিভা। ডায়েট কোকের মতোই কোক জিরোও আছে তাঁর পছন্দের তালিকায়। আর একবার ডায়েট কোক ছেড়ে দেওয়ার পর কী হয়েছিল, তা–ও শেয়ার করেছিলেন এক্সে—
পাইনঅ্যাপল পিৎজা
পিৎজায় টপিং হিসেবে পাইনঅ্যাপল বা আনারসের নাম শুনলে নাক কোঁচকান ওঠেন। তবে ইলন মাস্ক পাইনঅ্যাপল পিৎজার সমঝদার। ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ নামের এক কমেডি পডকাস্টে উপস্থাপক তাঁকে প্রশ্ন করেছিলেন, কোনটা বেছে নেবেন—পাইনঅ্যাপল পিৎজা নাকি অ্যানচোভি পিৎজা? মাস্ক পাইনঅ্যাপল পিৎজাই বেছে নিয়েছিলেন। সাক্ষাৎকারের মধ্যে একটা পাইনঅ্যাপল পিৎজা অর্ডারও করেছিলেন মাস্ক। সেখানে এটাও স্বীকার করেন যে আগে পাইনঅ্যাপল পিৎজার ঘোর বিরোধী হলেও এখন বেশ আনন্দ নিয়েই খান। সূত্র: এক্স