মায়ামিকে শেষ আটে তুললেন মেসি

দৈনিকসিলেটডেস্ক
গত কয়েকদিন ধরেই প্রশ্ন ছিল, কবে মাঠে ফিরবেন মেসি। এরে আগে যে ইন্টার মায়ামির হয়ে তিনটি ম্যাচেই খেলতে নামেননি! আগের ম্যাচে শার্লটের বিপক্ষে বেঞ্চে ফিরলেও তাকে মাঠে নামাননি কোচ। আজ ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও বেঞ্চে ছিলেন তিনি। তবে এবার মাঠে নেমেছেন।
খেলা হয়েছে জ্যামাইকায়। মেসিকে দেখার জন্য দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি তার জন্য পরিবর্তন করা হয় খেলার মাঠও। দর্শকরাও পয়সা উসুল করেছেন। কারণ শেষ মুহূর্তে তো গোল পেয়েছেন তাদের প্রিয় তারকা।
ক্যাভালিয়েরের বিপক্ষে মায়ামি জয় পেয়েছে ২-০ গোলে। আগের লেগেও একই ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে মেসির দল।
আজ মেসি মাঠে নেমেছেন দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে, বন্ধু লুইস সুয়ারেসের বদলি হিসেবে। মাঠ ছাড়ার আগে মায়ামির হয়ে প্রথম গোলটি অবশ্য সুয়ারেসই দেন। ৩৭তম মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন উরুগুইয়ান এই তারকা।
মেসি গোল পান ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। সান্তিয়াগো মোরালেসের পাসে বক্সে ঢুকে দুর্দান্ত দক্ষতায় গোল আদায় করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। মায়ামির হয়ে এটি মেসির ৩৭তম গোল। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৩তম গোল পেলেন আগে বার্সেলোনায় খেলা এই তারকা।