দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তি উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামের মোঃ রুহুল আমিনের পরিবারের পক্ষ থেকে মালয়েশিয়া প্রবাসী মোঃ রুপন মিয়ার অর্থায়নে ১১০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
সোমবার (২৪ মার্চ) উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামে তাদের নিজ বাড়িতে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন কাজি সাইফুল ইসলাম শামিম, সাবেক ইউপি সদস্য নানু মিয়া,হাজী আব্দুল হান্নান, দোয়ারাবাজার উপজেলা সচেতন নাগরিক ফোরামের সভাপতি কে. এম. আবদাল হুসাইন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মোঃ সামসুদ্দিন, মনির উদ্দিন, আবু বক্কর খাঁন, ইসমাইল আলী, ফরিদ খান, যুবায়ের আহমদ, জুনেদ মিয়া প্রমুখ।