ঈদের আগেই সদকাতুল ফিতর আদায়

দৈনিকসিলেট ডেস্ক :

পবিত্র রমজান মাস শেষে আসে পবিত্র ঈদুল ফিতর। এ সময় রোজাদারদের ভুল-ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে সবাইকে সদকাতুল ফিতর আদায় করতে হয়। এ ব্যাপারে হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.
ইবনে উমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সব মুসলিমের ওপর সদকাতুল ফিতর ফরজ করেনে। চাই সে দাস বা স্বাধীন হোক, পুরুষ বা নারী হোক, প্রাপ্ত বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক হোক তা দিতে হবে।
তা খেজুর বা যব থেকে এক সা পরিমাণ (বা এর সমূল্যের অর্থ) পরিশোধ করতে হবে। মানুষ ঈদের নামাজে বের হওয়ার আগেই তিনি তা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস : ১৫০৩)