আমীরে মজলিসের হাতে ৫০ জনের বেশি খেলাফত মজলিসে যোগদান

মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর এলাকা থানা রোড বিসমিল্লাহ কমিনিউটি সেন্টারে মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে হযরত মাওলানা নোমান আহমদ সাহেব এর সভাপতিত্বে মাওলানা শেখ আফরোজ আহমদ ও মাওলানা মুহিবুর রহমান ফারুকীর পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে মজলিস আল্লামা আব্দুল বাছিত আজাদ হাফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক জনাব আব্দুল করিম, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী, জেলার সহ সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাইয়ুম জাকি , শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী রুস্তম প্রমূখ।
বক্তব্যে আমীরে মজলিস আল্লামা আব্দুল বাছিত আজাদ হাফি. বলেন নিশ্চয় আমার নামায আমার রোযা আমার কুরবানি একমাত্র আল্লাহ তায়ালার জন্য। খেলাফত প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিশেষ করে যুবক আলেম জনতার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিশেষে ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।