বৃহস্পতিবার বাদ জোহর নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে গালিবের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী প্রয়াত সৈয়দ মো. কায়সারের ছোট ছেলে সৈয়দ মো. গালিব (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে সৈয়দ মো. গালিবের চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৈয়দ মো. গালিব মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে ইন্তেকাল করেছেন।সৈয়দ গালিবের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বসাধারণ। তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি নোয়াপাড়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সৈয়দ গালিবের চাচাতো ভাই সৈয়দ সাফকাত আহমেদ জানান, বুধবার রাতে এশার নামাজের পর ঢাকার গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বৃহস্পতিবার বাদ জোহর নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে গালিবের দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।