‘দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম’

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। যে কোন দুর্যোগ ও সংকটে প্রবাসী বাংলাদেশীদের আমরা সবসময় পাশে পেয়ে থাকি। তিনি প্রবাসীদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। দেশে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
গোলজার আহমদ হেলাল বৃহস্পতিবার সকালে নগরীর আখালিয়া নতুন বাজারে মোহাম্মদী আবাসিক এলাকা তালুকদার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুসলিম নগর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) রেবেকা বেগম রেনু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সমাজকর্মী ইকবাল আহমদ,বিশিষ্ট মুরব্বি মহাদ্দুস আলী ,সাইফুল ইসলাম মাস্টার, খয়রুল ইসলাম, মুসলিম নগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারি ইমন আহমেদ, মুসলিম নগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি কামিল আহমদ,তরুণ সমাজসেবক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ৮নং ওয়ার্ড আব্দুর রাজ্জাক রাজন, শিল্পী হেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।