নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিকসিলেট ডেস্ক :
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। নগরীর সুবিদবাজার লন্ডনী রোডে শুক্রবার (২৮ মার্চ) বিকালে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু। তিনি বলেন,পরিবহন চালক ও শ্রমিকদের সাথে ঈদের আনন্দে সামিল হওযার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।অতীতে করোনাকালীন সময়েও আমরা তাদের পাশে ছিলাম।এসময় তিনি ঈদ যাত্রায় চালকদের প্রতি সাবধানতার সহিত গাড়ি চালানোর আহবান জানাচ্ছি।
নিরাপদ সড়ক চাই সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাছিব এর পরিচালনা বক্তব্য রাখেন মোস্তফা হোসেন সম্রাট, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মোহাম্মদ মুছা খান, মোঃ আব্দুস সাত্তার, ইমরান আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।