ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়

দৈনিকসিলেট ডেস্ক :
নাটোরের লালপুরে ৪০ বছর ইমামতির পর একজন ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (৪ এপ্রিল) বাস জুম্বা উপজেলার চংধুপুইল ইউনিয়নের গোসাইপুর মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানের বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন বিশিষ্ট ব্যক্তিরা।
এতে প্রধান অতিথি চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, আমাদের মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমান গোসাইপুর ও মিল্কি পাড়া দুটি মসজিদে ইমামতি করেছেন। তিন একজন ভালো মানুষ ছিলেন। তার পেছনে নামাজ পড়তে পেরে আমরা গর্বিত। ছোট বড় সবার কাছে তিনি সমান জনপ্রিয়।
তাকে আমরা মসজিদের পেশ ইমাম হিসেবে রাখতে চেয়েছি। কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে আর ইমামতি করতে চাননি। তাই এমন একজন ভালো মানুষকে আমরা যথাযথ সম্মানের সাথে বিদায় দেওয়ার চেষ্টা করেছি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, পেশ ইমাম জিল্লুর রহমান ৪০ বছর যাবত ইমামতি করলেও তিনি কখনো কোনো রাজনৈতিক বক্তব্য দিতেন না।
কোরআন-হাদিসের আলোকে আমাদেরকে সুন্দরভাবে ইসলামের পথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি জানান, ১৯৮৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি দুটি মসজিদে ইমামতি করেছেন। তিন প্রজন্মের মানুষ তার কাছে নামাজ পড়েছেন। তার আচরণ ও ইসলামী শরিয়া পালনে দৃষ্টান্ত স্থাপন করায় তিনি সবার কাছে সমানভাবে জনপ্রিয়। বার্ধক্য জনিত কারণে তিনি আর নামাজ পড়াতে পারছেন না।
তাই আমরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে মোটরসাইকেল শোভাযাত্রা তরে স্বসম্মানে মসজিদ থেকে বাড়ি পথ পর্যন্ত পৌঁছে দিয়েছি।
বিদায় অনুষ্ঠানে দেখা যায়, এলাকাবাসী তাঁকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে দিচ্ছেন। আর মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
মুসল্লিরা জানান, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি সুস্থ থাকেন।
ইমাম জিল্লুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কোনো ভুল-ত্রুটি করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান আবু আল বেলাল, আনোয়ার হোসেন মাস্টার, নিজামুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বারী, বাংলাদেশ বেলা সম্পাদক জামিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য ওয়াসিম, আকরাম হোসেন, ইখতেখারুল আলম, রবিউল ইসলাম, সোলাইমান হোসেন, টিপু সুলতান, ইঞ্জিনিয়ার সাফিনুর রহমান পল্লব, খোশবার আলী, ইকবাল হোসেন, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ ইয়াছিন আলী প্রমুখ।