লাউয়াছড়া উদ্যানে অজগর অবমুক্ত

মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় ১৩ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রেসকিউ সেন্টারে ১০ দিন পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃত অজগরটিকে বনে অবমুক্ত করা হয়।
গত ৩০ মার্চ শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগান এলাকা থেকে খবর পেয়ে লাউয়াছড়া বন্য প্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন অজগর সাপটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখে। এর ১০ দিন পর পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের এলাকায় অজগরটিকে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গত ৩০ মার্চ চা-বাগান হতে উদ্ধার করা হয় অজগর সাপটি। রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণ শেষে সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট