কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর আনজুমানে আল ইসলাহ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা মুজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ মো.আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে, বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা হাফিজুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর শাখার সহ-সভাপতি মাও.শিরমিজ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদ কারী আব্দুল মোহিত মুন্না, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, মো. হিফজুর রহমান।
অনুষ্ঠিত ঈদপুনর্মিলনীতে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিন,গাজার সকল মুসলমানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত করেন।