গরমে সুস্থ থাকতে পাকা পেঁপে

দৈনিকসিলেট ডেস্ক :
গরমকালে ডিহাইড্রেশন, হজমের সমস্যা, ত্বকের নানা রকম সমস্যা—সব মিলিয়ে শরীরকে ঠিক রাখতে বেশ ঝক্কি পোহাতে হয়। শুধু পানি পান করে বা হালকা খাবার খেলেই যে সুস্থ থাকা যায়, তা নয়। গ্রীষ্মকালীন ফলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। এমনই এক উপকারী ফল হল পাকা পেঁপে।
পুষ্টিবিদদের মতে, গরমকালের জন্য আদর্শ ফল পাকা পেঁপে। এটি শরীর হাইড্রেট রাখে, হজমের সমস্যা দূর করে ও ত্বকের পরিচর্যাতেও সাহায্য করে। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং নানা রকম অসুখের ঝুঁকিও কমে যায়। চলুন দেখে নেওয়া যাক, সকালে নাশতায় পাকা পেঁপে রাখলে কী কী উপকার পাওয়া যায়।
শরীর হাইড্রেটেড থাকে
পাকা পেঁপেতে প্রায় ৮৮% পানি থাকে, যা শরীরকে গরমে হাইড্রেট রাখতে সাহায্য করে। ঘামে যে পানি ও ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়, তা পূরণে পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও সহায়তা করে।
হজমের সমস্যা দূর করে
গরমে হজম শক্তি কমে যায়, তাই হালকা ও সহজপাচ্য খাবারই উপযুক্ত।
পাকা পেঁপেতে থাকা পেপেইন নামক এনজাইম হজমে সাহায্য করে। এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কমাতে কার্যকর।
ত্বকের যত্নে সহায়ক
পেঁপেতে আছে বিটা-ক্যারোটিন, ভিটামিন এ ও নানারকম অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকের বয়সের ছাপ কমায় ও স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখে।
ওজন কমাতে সাহায্য করে
লো-ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় পাকা পেঁপে খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এতে ভিটামিন বি, সি ও অন্যান্য পুষ্টিগুণও রয়েছে, যা ওজন কমাতে সহায়ক। সূত্র : এই সময়