রিশাদকে দেখে রশিদের কথা মনে পড়ছে বিলিংসের

দৈনিকসিলেট ডেস্ক :
লেগ স্পিনে পিএসএল মাতাচ্ছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম দুই ম্যাচেই নিয়েছেন ৬ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের স্বীকৃতি ‘ফজল মেহমুদ ক্যাপ’ উঠেছে তার মাথায়। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারকে এখন গোটা বিশ্ব চিনছে আরও বেশি করে। যেমনটা চিনেছেন স্যাম বিলিংস।
গতকাল মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে লাহোরের জয়ে মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন রিশাদ। ম্যাচ শেষে রিশাদকে নিয়ে লাহোরের ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান বিলিংস বলেন, ‘রিশাদের কথা অবশ্যই বলতে হবে। তরুণ একটি ছেলে এখানে এসে যেভাবে বোলিং করছে, সেটা দুর্দান্ত। এই প্রথম সরাসরি তার বোলিং দেখছি। প্রথমবার তার সঙ্গে খেলছি। তার বোলিং অবিশ্বাস্যরকমের আকর্ষণীয়।’Sam Billings hails Lahore Qalandars’ Clinical Execution in Consecutive PSL Wins
রিশাদকে আফগান তারকা রশিদ খানের সঙ্গে তুলনা করে স্যাম বিলিংস আরও বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে রিস্ট স্পিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মাঝের ওভারগুলোতে এটিই উইকেট শিকারের একটি উপায়। সে অসাধারণ। সর্বশেষ যখন এখানে খেলেছি, আমাদের দলে মাঝের ওভারগুলোতে ভূমিকা রাখত রশিদ খান। এবার সেটা করছে রিশাদ এবং দারুণ প্রভাব রাখছে। পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।’
উল্লেখ্য, ২০২৩ পিএসএলে রশিদ খান লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। সেই আসরে ওভারপ্রতি মাত্র সাড়ে ছয় করে রান দিয়ে ২০ উইকেট নিয়েছিলেন আফগান লেগ স্পিন সুপারস্টার। এবার রিশাদ কতদূর যেতে পারেন সেটা সময়ই বলে দেবে।