ধান কাটা উৎসব উদ্বোধন করলেন ডিসি ফরিদুর রহমান

দিলোয়ার হোসাইন, বানিয়াচং
হবিগঞ্জের বানিয়াচংয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ (এপ্রিল) দুপুর ১২টায় স্থানীয় সুবিদপুর হাওড়ে কৃষকদের সাথে কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ড.ফরিদুর রহমান বলেন, সরকার কৃষককে বিনামূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ প্রদান করেছেন। দেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি। আধুনিকতার ছোঁয়ায় দেশের কৃষি ও কৃষকের উন্নতি হয়েছে। এর প্রমাণ হলো বানিয়াচংয়ে হাওড় গুলোতে সোনালি ধানের বাম্পার ফলন। এবার আগাম বন্যার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত ধান কর্তন করে কৃষকের গোলা ভরার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, উপজেলায় ৩৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ঠিকমতো ফসল কেটে ধান গোলায় তুলতে পারলে ধানের পরিমাণ হবে ১ লাখ ৬৮ হাজার ২৬৬ মেট্রিক টন।