বালাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাবিয়া আক্তার (৪৫) নামের ওই গৃহবধূ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আনহার মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর পরিবার বোয়ালজুর বাজারস্থ বাসায় বসবাস করছেন।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বাসার একটি রোমে গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত বারোটার দিকে বালাগঞ্জ থানা পুলিশ মৃতদেহের ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ময়না তদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
গৃহবধূর স্বজনরা জানিয়েছেন তার মধ্যে কিছুটা মানসিক রোগের লক্ষণ ছিল। এই কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।