আইপিএল কাঁপানো বৈভবকে প্রশংসায় ভাসালেন মোদি

স্পোর্টস ডেস্ক
মাত্র ১৪ বছর বয়সে আইপিএল খেলতে নেমে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু করার পর নিজের মাত্র তৃতীয় ম্যাচেই ৩৫ বলে রেকর্ডগড়া সেঞ্চুরি হাঁকিয়ে চমক দেখান তিনি। এবার এই ‘বিস্ময় বালককে’ প্রশংসায় ভাসিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৫ মে) খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বৈভবকে নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদি।
তার পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে মোদি বলেন, আমরা সবাই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।
চলতি আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বৈভব একাধিক নজির গড়েছেন। বিশ্বে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারো নেই। এ ছাড়া ইউসুফ পাঠানকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করার রেকর্ডটিও এখন বিহারের এই তরুণের দখলে।
এ ব্যাপারে মোদি বলেন, বৈভবের এই সেঞ্চুরি দেশটির ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।
উল্লেখ্য, চলমান আইপিএলে ৫টি ম্যাচ খেলার সুযেোগ পেয়েছে সূর্যবংশী। যেখানে একটি সেঞ্চুরি করেছেন তিনি। পাঁচ ম্যাচের এই ব্যাটারের মোট রান ১৫৫।