জেনে নিন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কবে, কোথায়

দৈনিকসিলেট ডেস্ক :
শেষ মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর—উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুম। এবারের মৌসুমের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। আগামী ৩১ মে (শনিবার) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের বিখ্যাত আলিয়াঞ্জ অ্যারেনায়। বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি শুরু হবে ১ জুন রাত ১টায়।
সেমিফাইনাল পর্বে দুই দলই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৭-৬ গোলের নাটকীয় জয় তুলে নেয় ইন্টার মিলান। ম্যাচের নির্ধারিত সময় ৬-৬ সমতায় শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাতেসির নাটকীয় গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।
অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি। দ্বিতীয় লেগে ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের হয়ে বুকায়ো সাকা একটি গোল করলেও তা সান্ত্বনার বেশি কিছু হয়নি।
আলিয়াঞ্জ অ্যারেনা; বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ, যেখানে ৭৫ হাজার দর্শকের আধুনিক এই স্টেডিয়াম ২০১২ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজক হচ্ছে। সেই বছর চেলসি টাইব্রেকারে স্বাগতিক বায়ার্নকে হারিয়ে শিরোপা জিতেছিল।
উয়েফা ইতোমধ্যেই ম্যাচের টিকিট মূল্য ঘোষণা করেছে। সাধারণ দর্শকদের জন্য ‘ফ্যানস ফার্স্ট’ ক্যাটাগরির টিকিটের দাম ৮৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি তিনটি মূল ক্যাটাগরির টিকিটের দাম যথাক্রমে ১ লাখ ১৯ হাজার, ৮১ হাজার ৫০০ এবং ২২ হাজার ৬০০ টাকা। ভিআইপি শ্রেণির টিকিটের মূল্য প্রায় দেড় লাখ টাকা।
ইন্টার মিলান ২০১০ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে। তবে পিএসজি এখনও ইউরোপের শ্রেষ্ঠত্বের স্বাদ পায়নি। ২০২০ সালে ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ফরাসি ক্লাবটির সামনে।
এটি হবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক ফরাসি ও এক ইতালিয়ান ক্লাবের মুখোমুখি হওয়া। প্রথমবার ১৯৯৩ সালে মার্সেই হারিয়েছিল এসি মিলানকে, ফরাসি ক্লাব হিসেবে একমাত্র ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বও সেটিই।