ঈদে সামিয়ার কণ্ঠে গীতিকার হামিদ বাঙ্গালির বিখ্যাত তিন গান
ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় নতুন গান। এবারও ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সামিয়া চৌধুরীর কন্ঠে গীতিকার হামিদ বাঙ্গালির তিন টি গান।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী। তিনটি গানের অডিও, ভিডিও, এডিটিংসহ সম্পূর্ণ কাজ করছে তাহমিনা ফোক মিউজিক স্টুডিও,সম্প্রতি তিনি কণ্ঠে তুলেছেন গীতিকার ও সুরকার হামিদ বাঙ্গালির লিখা তিনটি গান,’মায়া লাগায় গেলে”আমি মরলে দিস কবর’ নিঃশ্বাসের বিশ্বাস নাই’ শিরোনামের নতুন তিনটি আধুনিক গান। ঈদে করুণা মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গান গুলো।
এক সাক্ষাৎকারে গীতিকার হামিদ বাঙ্গালি বলেন গানের প্রতি আলাদা এক মায়া ও ভালোবাসা কাজ করে আমার, আমি একজন উদ্যোক্তা। দির্ঘ কয়েক বছর থেকে আমি গান লিখি, প্রায় ৯শত গান আমি লিখেছি কিন্তু এই ২-বছরে আমার ৯ টি গান রিলিজ হয়েছে তিনটি গানে কন্ঠ দিয়েছেন এপার ওপার বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী রাজু মন্ডল, দুটি গানে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী সালমা সরকার,চার টি গানে কন্ঠ দিয়েছেন দেশ বিদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী সামিয়া চৌধুরী, এবং ঈদ কে সামনে রেখে আরো তিনটি গানের অডিও রেকর্ডিং শেষে ভিডিও নিয়ে ব্যাস্ত সময় পার করছেন তারা। দেশের বিভিন্ন স্থানে এই তিনটি গানের শুটিং হচ্ছে, দেশ বিদেশের মানুষদের কে ঈদ উপহার দিতে। আরও তিনটি গান সালমা সরকারের কন্ঠে কাজ চলমান কয়েক দিনের মধ্যে রিলিজ হবে করুণা ইউটিউব মিউজিক চ্যানেলে গান গুলো আপলোড করা হবে।
শুটিং এর ফাঁকে কথা হয় কন্ঠ শিল্পী সামিয়া চৌধুরীর সাথে জানতে চাই গীতিকার হামিদ বাঙ্গালির লিখা গানের বিষয়ে, তিনি প্রতিবেদক কে জানান, গীতিকার হামিদ বাঙ্গালির লিখা গানের মধ্যে আলাদা এক জাদু কাজ করে এখন পর্যন্ত আমিসহ অন্যান্য শিল্পীরা যতগুলো গানে কন্ঠ দিয়েছেন সব গানই আমাদের দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, শুধু তাই নয় দেশের জনপ্রিয় শিল্পীরা তার গানে কন্ঠ দিয়েছেন এই ঈদে আমার কন্ঠে নতুন তিনটি গান আসবে করুণা ইউটিউব মিউজিক চ্যানেলে আপলোড হবে সবাই কে দেখার জন্য অনুরোধ করছি।