মোস্তাফিজের রেকর্ড, পাঞ্জাবের রানের পাহাড়
চলমান আইপিএলের আজকের ম্যাচে বোলিংয়ে এসে ধারবাহিক ছিলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি টাইগার পেসার একাই তিন উইকেট শিকার করেন। সেই সাথে বাংলাদেশের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আলো ছড়ালেও রানের পাহাড় গড়ে পাঞ্জাব।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন শ্রেয়াস আইয়ার। দিল্লির হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ।
বল হাতে দিল্লিকে ভালো শুরু এনে দেন মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ব্রেকথ্রু এনে দেন তিনি। নিজের প্রথম ওভারের পঞ্চম বল খাটো লেংথে করেন ফিজ। সেই বল পুল করতে গিয়ে ভুল করে বসেন প্রিয়াংশু। বল সোজা উঠে যায় উপরে। বল গ্লাভসবন্দি করেন উইকেটকিপার ট্রিস্টান স্টাবস। নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান খরচ করেন কাটার মাস্টার। ডেথ ওভারে বোলিংয়ে এসে আবারও জ্বলে ওঠেন তিনি।
১৬তম ওভারে বোলিংয়ে এসেও উইকেটের দেখা পান মোস্তাফিজ। এরপর ইনিংসের শেষ ওভারে মার্কো জানসেনকে আউট করেন টাইগার পেসার। সবমিলিয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।