নিউইয়র্কে সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের স্মরণ সভা অনুষ্ঠিত
নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কস্থ বদরউদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ই জুন রবিবার স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী কাবুল।
যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বসির, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী, রেজাউল হক রুয়েল। সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাবেদ আহমদ, শাহিনুল ইসলাম , রিটন সরকার, আবুল কাসেম, তোফাজ্জল হোসেন প্রমুখ।
সভায় মরহুম সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।