বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণদের সোনাপুর চ্যারিটি গ্রুপের সংবর্ধনা প্রদান
বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের তত্বাবধানে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপ।
বুধবার (৩০ জুলাই ) দুপুরে উপজেলার ঐ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়া।
সহকারী শিক্ষক জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক নিশিকান্ত,সিদ্দিকুর রহমান মানিক,বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ,এখলাছ আহমদ,সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম ,শিক্ষক সুহেল মিয়া।
উপস্থিত ছিলেন,আরিয়ান আহমদ রুবেল, সাহাব উদ্দিন মিজান, মাহবুবুর রহমান, তুহিন মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। পরে এ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অতিথিগন।
উল্লেখ্য লামাকাজী ইউনিয়নের ৪ টি দাখিলে উত্তীর্ণ ও ৩টি এসএসসিতে উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হবে পর্যায়ক্রমে এবং প্রথম ধাপে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ইকরামুল হক।