দোয়ারাবাজারে যুবককে কুপিয়ে জখম জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় আফাজ উদ্দিন (৩৫) নামে স্থানীয় এক মসজিদ কমিটির কালেক্টরকে কুপিয়ে জখম করার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের টুকেরগাঁও (হাবিবনগর) গ্রামে গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এর আগে,গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে টুকেরগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র শাহ আলম (৩২) এর চায়ের দোকানে এই ঘটনাটি ঘটে। পরে গত (৩০ সেপ্টেম্বর) আহতের ভাই হাবিবুর রহমান (৪৫) বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে এ সক্রান্ত একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন ইদ্রীস আলী (৬০), ইদ্রীস আলী”র পুত্র আজিজুল হক(৩৫) এমদাদুল হক (৩০) এবং সুমা আক্তার (২৫)।
মানববন্ধনে টুকেরগাঁও গ্রামের শাহ আলম বলেন, আহত আফাজ উদ্দিন টুকেরগাঁও গ্রামের মসজিদ কমিটির সদস্য (কালেক্টর) , প্রতি দিনের ন্যায় ঘটনার দিন শুক্রবার সকালে মসজিদের অর্থ কালেকশন করে আমার দোকানে চা খেতে আসেন আফাজ উদ্দিন। এর কিছুক্ষন পর একই গ্রামের প্রতিবেশি ইদ্রীস আলী’র পুত্র আজিজুল হক (৩৫) মাথায় গামছা পেছিয়ে হাতে দা নিয়ে দোকানে ডুকেন চা খেয়ে সিগারেট নিয়ে দোকান থেকে বের হয়ে দোকানের সামনেই আফাজ উদ্দিন কে এলোপাতাড়ি কুপাতে থাকেন আজিজুল হক।
মানববন্ধনে স্থানীয়রা জানান, মামলায় অভিযুক্তদের বোন সুমা আক্তার (২৫) বিয়ে হওয়ার পর থেকেই বাবার বাড়িতে বসবাস করেন। এলাকার একাধিক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পরে সে। বেশ কয়েকদিন আগেও এমন অসামাজিক কার্যকলাপে ধরা খাওয়ায় সামাজিক ভাবে বিচার শালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। গত কয়েকদিন আগে রাত্রীবেলায় আরো একবার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আফাজ উদ্দিন ও টুকেরগাঁও গ্রামের কয়েকজন যুবক সুমা আক্তার কে আটক করে।এরই জের ধরে সুমা আক্তার ও তার ভাইয়েরা বিভিন্ন সময় উৎপেতে থাকে আফাজ উদ্দিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। পূর্বের এসব পরিকল্পনা অনুযায়ী গত (১২সেপ্টেম্বর) আফাজ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমন করে।
মানববন্ধনে মন্তাজ আলী বলেন, এই ঘটনায় গুরুতর আহত আফাজ উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত আফাজ উদ্দিনের হাতের হাড় কেটে যাওয়ায় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মন্তাজ আলী,আবুল কালাম, জয়নাল মিয়া, মিয়াজান, শাহআলম,উপস্থিত ছিলেন ফারুক মিয়া, সাইকুল ইসলাম, কছির মিয়া, মুক্তার হোসেন, জয়নাল মিয়া, শাহেদ আলী, রতন মিয়া, হাবু রহমান, রহমত আলী, আমির হোসেন, সুজন মিয়া, খায়রুল ইসলাম, বাতির মিয়া, হেলাল মিয়া, মুন্জু রহমান, পিয়াস মিয়া, মানিক মিয়া, নজরুল ইসলাম, আক্কাস আলী, উমর আলী, কবির হোসেন, সুরুজ মিয়া, জাহাঙ্গীর আলম, নুরুল হক, বাদল মিয়া, সেবুল মিয়া, রফিক মিয়া প্রমুখ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হক জানান, এবিষয়ে আহতদের পক্ষ হতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার কপি থানায় আসছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।