বার্মিংহামের ইসলামিক সেন্টারে দারুল কিরাত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
বার্মিংহাম লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে এক বর্ণাঢ্য অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেন্টারের হলরুমে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে জামাতে সূরা থেকে জামাতে ছাদিছ পর্যন্ত বিভিন্ন স্তরের কোর্স সম্পন্ন করায় সনদপত্র, পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে ইউকে পার্লামেন্টের সদস্য ব্যারিস্টার আইয়ুব খান বলেন, “কুরআন শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হবে আলোকিত ও শান্তির। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। বিশেষ করে মুসলমানদের জন্য কুরআন শিক্ষা অপরিহার্য। এই মসজিদের মুসল্লিদের দোয়া ও সহযোগিতার ফলেই আমি এমপি হতে পেরেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল আলেমে দ্বীন মাওলানা এম এ কাদির আল হাসান। তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন তারতিল সহকারে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। বিশুদ্ধ তাজবিদ সহ কুরআন শিক্ষা বিস্তারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক অনন্য ভূমিকা রাখছে। এর প্রতিষ্ঠাতা শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ ক্বারী ও আল্লাহর ওলী। তাঁর রেখে যাওয়া এই ট্রাস্ট আজ প্রবাসে আমাদের সন্তানদের বিশুদ্ধ কুরআন শিক্ষায় একক ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কিরাত সেন্টারের প্রেসিডেন্ট হাজী হারুন মিয়া এবং পরিচালনা করেন প্রধানকারী মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আজির উদ্দিন আবদাল। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রী আমিরা জান্নাত খান এবং নাশিদ পরিবেশন করেন ছাত্র মোহাম্মদ আশফাক উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সাবেক প্রেসিডেন্ট মাওলানা আব্দুল হক নুমানী, সহকারী মাওলানা বদরুল হক খান, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান মো. কামরুল হাসান (চুনু মিয়া), বিশ্বনাথ এডুকেশন সোসাইটি ইউকের প্রেসিডেন্ট হাজী মফিজ খানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদ হোসাইন, আবুল হোসাইন, হাফিজ রুমেল আহমদ, হাফিজ সাইদুল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এহসানুল হক, হাজী তেরা মিয়া, হাজী আব্দুর রকিব প্রমুখ।