ঐতিহ্যবাহী ‘নৌকাবাইচ’ দেখতে হাজারো মানুষের ঢল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নারী-পুরুষসহ হাজারো বিনোদনপ্রেমী দর্শক ভিড় করে এ নৌকাবাইচ উপভোগ করেন।
নৌকাবাইচের পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এ প্রতিযোগিতায় দূর দূরান্ত থেকে ১০টি বাছাড়ী নৌকা অংশগ্রহণ করে।
আলগী ইউনিয়নবাসীর আয়োজনে বিজয়ী ও অংশগ্রহণকারীদের রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার জিতেন আশফরতীর ওয়াদুদ কাজী, দ্বিতীয় পুরস্কার নগরকান্দার আ. মান্নান এবং তৃতীয় পুরস্কার বাবুল মিয়ার নৌকাকে দেওয়া হয়। পুরস্কার হিসেবে ছিল : চারটি ফ্রিজ, একটি টিভি এবং ৫০ হাজার টাকা করে নগদ অর্থ।
পুরস্কার বিতরণের সময় স্থপতি মুজাহিদ বেগ বলেন, হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনের ধারাকে পুনরুজ্জীবিত করতে এই বাইচের আয়োজন করা হয়েছে।
এটি আমাদের গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ। সংস্কৃতি মানুষের সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি করে। এ বাইচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে দর্শকরা ছোট-বড় নৌকা নিয়ে উপস্থিত হন। বাইচের সময় ঝালডাঙ্গা বিলের দুই পাড়ে ও রেললাইনের ধারে বিভিন্ন পসরা বসানো হয়।
নৌকাবাইচটি নির্বিঘ্ন করতে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা বজায় রাখেন। পরিচালনা কমিটিতে ছিল আল আমিন, তাইবুর রশিদ, আতিক মাতুব্বর, দেলো মাতুব্বর, এলাকার মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা ও স্থানীয় নেতাকর্মীরা।