নির্বাচন বিলম্বের অপচেষ্টা জনগণের অধিকারবিরোধী: মুখলিছুর রহমান
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা মুখলিছুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “দু’একটি দল এবং একটি ইসলামিক দল পিআর-এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের সাতটি গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ১৩নং পানিউন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী তিনি ফুলতলি বাজার, পানিউন্দা বাজার ও শতক নতুন বাজারে গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন। মুখলিছুর রহমান আরও বলেন, আমরা একটি মুক্ত, অংশগ্রহণমূলক ও জনগণের ভোটাধিকার নির্ভর নির্বাচন চাই। কোনো প্রকার বিলম্ব বা নাটকীয়তা দেশের গণতন্ত্রের জন্য হুমকি।