ছিনতাই হওয়া টাকা উদ্ধার হলেও স্বর্ণের খোঁজ মেলেনি
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের শিকার এক নারী ব্যাংক কর্মকর্তার টাকা ফেরত এলেও তার স্বর্ণের দুল এখনো উদ্ধার হয়নি। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেংগারবাজার এলাকার আরিছপুর গ্রামে।
ভুক্তভোগী সুমনা আক্তার গ্রামীণ ব্যাংকের চেংগারবাজার শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। তিনি জানান, ব্যাংকের কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে আরিছপুর এলাকায় একদল ছিনতাইকারী তার পথরোধ করে ব্যাগ ও কানের দুল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়।
সোমবার স্থানীয় ইউপি সদস্য আবু জাহেরের মধ্যস্থতায় ছিনতাইকারীরা ১৭ হাজার টাকা ফেরত দিলেও কানের স্বর্ণের দুল ফেরত দেয়নি।
সুমনা আক্তার বলেন, “আমি বাড়ি ফেরার সময় কয়েকজন আমাকে ধাক্কা দিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়, কানের দুলও খুলে নেয়। কিছু টাকা ফেরত পেলেও দুলের হদিস পাইনি।”
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীদের আইনের আওতায় না এনে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।