২ তারকাকে বাদ রেখে দল দিল অস্ট্রেলিয়া
এ মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। ওই দুই সিরিজের জন্য দল জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অফ ফর্মের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মার্নাশ লাবুশেন। ইনজুরির কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এবং টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল দিয়েছে সিএ। দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। অভিজ্ঞ লাবুশেনের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তার কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনশো।
শেষ দশ ওয়ানডে ইনিংসে লাবুশেনের সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। লাবুশেন এখন ঘরোয়া শেফিল্ড শিল্ডে খেলছেন। রেনশো ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’- এর হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন। ২০২১ সালের নভেম্বর থেকে তিনি ৫০ ওভারের ফরম্যাটে ৪৮.৬৮ গড়ে রান করেছেন। আছে ছয়টি সেঞ্চুরি।
দীর্ঘ বিরতির পর মিচেল স্টার্ক ফিরেছেন আবারও দলে। গত নভেম্বরের পর প্রথমবার ওয়ানডে খেলবেন। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি প্রথম ম্যাচে থাকছেন না। তার জায়গায় দলে থাকবেন জশ ইংলিস। ম্যাক্সওয়েল এখনও সুস্থ হননি। ক্যামেরন গ্রিনকে রাখা হয়েছে শুধু ওয়ানডে সিরিজের জন্য।
অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছি। কিছু খেলোয়াড়কে পরবর্তীতে বিশ্রাম দেওয়া হবে, কারণ আমরা একদিকে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি, অন্যদিকে টেস্ট মৌসুমের কথাও ভাবছি।’
অস্ট্রেলিয়ার সূচি
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ:
পার্থ (১৯ অক্টোবর)
অ্যাডিলেড (২৩ অক্টোবর)
সিডনি (২৫ অক্টোবর)
প্রথম দুটি টি-টোয়েন্টি:
ক্যানবেরা (২৯ অক্টোবর)
মেলবোর্ন (৩১ অক্টোবর)
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কোনলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথ্যু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচের জন্য):
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), ম্যাথিউ কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা।