সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার স্বপ্নময় গজে আইল্যান্ড ভ্রমণ সম্পন্ন
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন “সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া” এর উদ্যোগে এক আনন্দঘন দুইদিন এক রাতের স্বপ্নময় ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে দেশের জনপ্রিয় পর্যটন স্থান গজে আইল্যান্ডে।
গত রোববার ও সোমবার দুইদিনের এই ভ্রমণে অংশ নেন সংগঠনের বিভিন্ন এলাকার সদস্য ও তাদের পরিবারবর্গ। নীল সমুদ্র, পাহাড়ঘেরা দৃশ্য আর হাসিখুশি প্রবাসীদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর।
দিনব্যাপী আয়োজনে ছিল নানান বিনোদনমূলক প্রতিযোগিতা, বারবিকিউ পার্টি, জাহাজ ভ্রমণ সমুদ্র সৈকতে গ্রুপ ফটোসেশন, এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই দেশীয় খাবার, গান আর গল্পে মেতে ওঠেন।
সংগঠনের সভাপতি বলেন, “প্রবাস জীবনের ক্লান্তি ভুলে আমরা সবাই একসঙ্গে সময় কাটাতে চেয়েছি। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে একতা ও বন্ধন আরও দৃঢ় করে।”
সভাপতির বক্তব্যের পর সংগঠনের সিনিয়র সহ সভাপতিগণ ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আরও অন্যান্য সদস্যদের বক্তব্যে সমাজিক সকল কাজে অংশগ্রহণ সস ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন ভ্রমণের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনশেষে সকল সদস্য ও অতিথিদের জন্য বিশেষ বাংলাদেশী খাবারের আয়োজন করা হয়। আনন্দ-উৎসবে ভরপুর এই ভ্রমণ প্রবাসীদের মনে এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবে জায়গা করে নিয়েছে।
পিকনিকের সমাপনী বক্তব্যে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সম্মানিত উপদেষ্টাগণন পিকনিক সফল করায় আয়োজকেরা সহ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছে জানিয়েছেন। সবার সুস্থতা কামনা করে সবাই নিরাপদে বাড়িতে পৌঁছান সেই শুভ কামনা করে দুই দিন এক রাতের স্বপ্নময় ভ্রমণের সমাপ্তি করেন।