গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আইন ও শালিস বিষয়ক সম্পাদক এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের দফাদার মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, অবসরপ্রাপ্ত দফাদার আব্দুস শুক্কুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
শোকসভা শেষে গ্রাম পুলিশ মঈন উদ্দীনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।