শহীদ আবরার ফাহাদ স্মরণে শাবিপ্রবি ছাত্রদলের মিলাদ মাহফিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(৭ অক্টোবর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ আবরারের বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। তার মতো মেধাবী ছাত্রকে হত্যা করে দেশে ভয় ও দমন-পীড়নের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, সত্য কখনও চুপ থাকে না। আবরারের রক্ত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে।”
শাখার সভাপতি রাহাত জামান বলেন, “বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয় শুধুমাত্র দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে। গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে লেখালেখি করাই ছিল তার অপরাধ।”
দোয়া মাহফিলে ছাত্রদল নেতাকর্মীরা শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।