গাজায় যুদ্ধবিরতি কার্যকর
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা শুক্রবার ভোরে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। এই চুক্তির আওতায় লড়াই সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর বিনিময়ে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, পাশাপাশি ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদেরও মুক্তি দেওয়া হবে। যদিও নেতানিয়াহুর জোটের ডানপন্থী অংশের কয়েকজন সদস্য এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।
চুক্তি অনুযায়ী, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার ভেতরে নতুন অবস্থানে সরে যাবে। এর ৭২ ঘণ্টা পর হামাস সব জিম্মিকে মুক্তি দেবে।
নেতানিয়াহুর দপ্তর চুক্তি অনুমোদনের ঘোষণা দিলেও ভোটের ফলাফল প্রকাশ করেনি। তবে জানা গেছে, অতিদক্ষিণপন্থী ওতজমা ইয়েহুদিত দলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, নেগেভ, গালিলি ও জাতীয় স্থিতিশীলতা মন্ত্রী ইৎজহাক ভাসারলাফ এবং ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু চুক্তির বিপক্ষে ভোট দেন।
ধর্মীয় জায়নবাদী পার্টির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও বসতি এবং জাতীয় প্রকল্পবিষয়ক মন্ত্রী ওরিত স্ত্রোকও চুক্তির বিরোধিতা করেন। তবে একই দলের অভিবাসন মন্ত্রী অফির সোফার চুক্তির পক্ষে ভোট দেন।
মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে।’
এদিকে হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা গ্যারান্টি পেয়েছে যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের চুক্তির অর্থ হলো গাজার যুদ্ধ ‘সম্পূর্ণভাবে শেষ’।