‘সম্মিলিতভাবে চরমপন্থাকে পরাজিত করতে হবে’

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:গত ১৪ই এপ্রিল ২০১৭ পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে ইস্ট এন্ড মসজিদ সমূহের প্রতি ও প্রীতিবন্ধন অনুষ্ঠিত হয়। একটি লিখিত বক্তব্যে আয়োজকগণের পক্ষে বলা হয়Ñ হত্যা, সন্ত্রাস, চরমপন্থা ও বর্ণবাদকে প্রত্যাখান করে ইস্ট এন্ড এর মসজিদ সমূহ আজ শুক্রবার লন্ডনের আলতাব আলী পার্কে এক মানবন্ধন করে। বাংলাদেশী মুসলিম ইউকের আয়োজনে উক্ত মানববন্ধনে পূর্বলন্ডনের মসজিদ সমূহ, ইমাম এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ স্ব স্ব মসজিদ ও প্রতিষ্ঠান সমূহের স্বতন্ত্র ব্যানার নিয়ে সম্প্রতি ঘে যাওয়া ওয়েস্ট মিনিষ্টার কিলিং এর নিন্দা জানান ও ভিকটিসদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
সমাজে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বারবারই মিডয়িাগুলো মসজিদ ও মুসলিম সম্প্রদায়কে দায়ী ও দোষী সাব্যস্থ করতে চায়। এটা সম্পূর্ণ অন্যায় ও হীন উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেন হত্যাকারী বা উগ্রবাদীদের কাজকে কোন ধর্মই সমর্থন করে না। উগ্রপন্থা অবলম্বনকারীরা আমাদের মধ্যে বিভাজন তৈরী করতে চায়। যেদেশে আমাদের ও আমাদের সন্ত্রানদের জন্ম, তারা সে দেশে আমাদের আমাদেরকে দূর্বল করতে চায়। আমরা দ্ধ্যর্থহীন ভাষায় সকল প্রকার অন্যায় হত্যা সন্ত্রাস বর্ণবদ ও উগ্রপন্থাকে প্রত্যাখ্যান করি। ইমামগণ বলেন ধর্ম পরিচয় বা বিশ্বাস যার যাই থাকুক না কেন আমরা সবাই একই দেশের নাগরিক এবং একই আদম সন্ত্রান দেশ এবং মানুষের জনগণের নিরাপত্তাকে যারা চ্যালেঞ্জ করে তারা সকলের কমন এনেমী বা শত্রু। শান্তি, সৌহাদ্য সম্প্রীতি ও নিরাপত্তার জন্য সকলের সাথে আজ লন্ডনের মসজিদ সমূহে ও তাদের দৃঢ় ঐক্যমত ঘোষণা করি।
আমরা বিশ্বাস করি আমাদের মিলিত অবস্থানে এই সমাজে সন্ত্রাস ও হত্যাকান্ডের সংগঠনকারী কোনদিন সফল হতে পারবে না।
বাংলাদেশী মুসলিমস ইউকে এর মুখপাত্র মাওলানা এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে ও সমন্বয়কারী মাওলানা আবদুল হাই খানের পরিচালনায় মসজিদ সমুহের পক্ষ থেকে যৌথ বিবৃতি পাঠক করেন মাওলানা আবদুল কাদির সালেহ।
বিবৃতিতে তারা সকল প্রকার চরমপন্থা, সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাচ করার আহবান জানান। মানববন্ধনে ইস্ট এন্ড এর মসজিদ সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি মেয়র, সিরাজুল ইসলাম, মাওলানা হাফিজ আবু মাঈদ, মাওলানা তহুর উদ্দিন, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।