বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক সিলেট ডট কম
মাহবুবু ররহমান:স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপি গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেয়া এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও নিহত মিডিয়া কর্মীদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব বুধবা তেসরা মে ওয়ার্হ্ব প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে।
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল রোডস্থ আইডিয়া স্টোরে অনুষ্ঠিত এই মুক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি, প্রাচীণতম বাংলা সাপ্তাহিকী জনমত এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জুবায়ের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের স্থানীয় সরকারে কমিউনিকেশনস’ এডভাইজার হিসেবে কর্মরত, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান। মূল প্রবন্ধে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রিপোর্টার উইদাউট বোর্ডার এবং অ্যামনেস্টি ইন্টারশ্যানাল এর সাম্প্রতিক দুটি প্রতিবেদনের আলোকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়।
প্রবন্ধের উপসংহারে বলা হয়, একটা দেশের মানুষ কতটুকু স্বাধীনতা ভোগ করছে, তা যদি কেউ পরিমাপ করতে চায়, তবে সেই দেশের গণমাধ্যম কতটুকু স্বাধীনভাবে কাজ করছে, তা পর্যবেক্ষণ করতে হবে। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে হলে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। একই সাথে গণমাধ্যমকে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতার চর্চা বন্ধ করতে হবে।
এরপর মুক্ত আলোচনায় অংশ নেন, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, গণমাধ্যম ব্যক্তিত্ব বুলবুল হাসান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, চ্যানলে এস এর সিনিয়র নিউজকাস্টার ডা. জাকি রিজওয়ানা আনোয়ার, প্রবীণ সাংবাদিক ইসহাক কাজল, ইক্বরা টিভির উর্ধতন কর্মকর্তা হাসান হাফিজুর রহমান পলক, চ্যানেল ২৪ এর যুক্তরাজ্য প্রতিনিধি আশিক মাহমুদ, চ্যানেল এস এর নিউজকাস্টার তৌহিদ শাকিল, বাংলা টিভির সিনিয়র নিউজকাস্টার রুপি আমিন, সাপ্তাহিক বাংলা পোস্ট এর সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সাম্প্রতিক প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বাংলাদেশের মিডিয়াগুলো এখন যে স্বাধীনতা ভোগ করছে তা অতীতে কখনোই ছিলো না। মিডিয়ার প্রসারে ও উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সচেষ্ট। মিডিয়ার জন্য, সাংবাদিকদের জন্য তিনি যা করছেন, তা আর কেউ কখনো করেনি। তিনি অবাধ মুক্ত ও নিরপেক্ষ সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় পৃষ্টপোষক। অ্যামনেস্টিকে পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে প্রেস মিনিস্টার নাদিম কাদের বলেন, তারা যাদের কাছ থেকে চাঁদা নেয়, তাদের দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দেয়।
অন্যান্য আলোচক বাংলাদেশে সাংবাদিকরা, সরকারের সমালোচকরা, ভিন্নমত পোষনকারীরা মত প্রকাশের ক্ষেত্রে সন্ত্রস্ত থাকেন বলে উল্লেখ করেন। তারা বলেন, সরকার ও সরকার দলীয় চাপ, নির্যাতন নিপীড়নের কারণে মত প্রকাশের স্বাধীনতা আজ দারুনভাবে সংকোচিত হয়েছে। কয়েক জন বক্তা বিলাতে সাংবাদিকতা করতে গিয়েও নানা ধরনের চাপ ও হয়রানীর শিকার হতে হয় বলে উল্লেখ করেন। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও মিডিয়া কর্মীদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই আলোচনা সভায় প্রায় ৬০ জন সদস্য যোগ দেন। এই সভা আয়োজনে সহযোগিতা করে আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপল। সভায় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির এম এ কাইয়ূম, ইব্রাহিম খলিল, ইমরান আহমেদ, তওহিদ আহমদ, সালেহ আহমেদ সার্বিক আয়োজনে সহযোগিতা করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তি