জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে দোয়া-মাহফিল

দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকীর সমাবেশ থেকে সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসের সকলে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করা হলো। ২৯ মে সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ইত্যাদি পার্টি হলে’ এ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র ছাত্রদল। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাসের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও ছিলেন।
যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির পরিচালনায় এ সমাবেশে বক্তৃতাকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘বাকশালের পেতাত্মার কবলে পড়েছে বাংলাদেশ। ছলচাতুরির মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হরিলুটের রাজত্ব চলছে। এহেন অবস্থার উত্তরণে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিতদের ঐক্যের বিকল্প নেই।’
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘সাজানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত শেখ হাসিনার সরকার আরেক টার্ম ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে জুলুম-নির্যাতন এবং মামলা-হামলার পন্থা অবলম্বন করেছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কোনভাবেই দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শের পথ ধরেই আবারো বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে। এই প্রবাস থেকেই শুরু করতে হবে সরকার পতনের দুর্বার আন্দোলন।’
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া বলেন, ‘জাতির এই দুর্দিনে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যের বিকল্প নেই। শাহাদৎ বার্ষিকী সে আহবানেই সমাগম হয়েছে।’
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন বলেন, ‘দমন-পীড়ন চালিয়ে আন্দোলন থামিয়ে দেয়া যাবে না। গোটা জাতি আজ বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা শুধু নির্দেশের অপেক্ষায় রয়েছি।’
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচার পতনের চেয়েও ভয়ংকর আন্দোলন রচনার জন্যে প্রবাসের যুব সমাজকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আপামর জনতাকে আন্দোলনে উজ্জীবিত করার দায়িত্ব প্রবাসের যুব-সমাজেরও রয়েছে।’
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, বাকির আজাদ, নিয়াজ আহমেদ জুয়েল, ফারুক হোসেন মজুমদার, আবুল কালাম আজাদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নাসিম আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, সুমন রহমান, কাওসার হোসেন, রফিকুল ইসলাম দুলাল, সোয়েব আহমেদ, অয়েস আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান প্রমুখ।
আলোচনার শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ সমাবেশ।